1. শিক্ষকদের স্বল্পকালীন প্রশিক্ষণ চাহিদা নিরুপণ করা।
2. প্রশিক্ষণ সামগ্রী প্রণয়ন,তৈরী,ব্যবহার ও সংরক্ষণ করা।
3. প্রশিক্ষণ পরিকল্পণা প্রণয়ন ও বাস্তবায়ন করা।
4. শিখন-শেখানো কার্যক্রম পরিচালনায় সঠিক পদ্ধতি ও বিভিন্ন কৌশল প্রয়োগে সহায়তা করা।
5. শ্রেণী কক্ষে সি-ইন-এড প্রশিক্ষণের যথাযথ বাস্তবায়ন, পরিবীক্ষণ মূল্যায়ন করা।
6. বিদ্যালয় ব্যবস্থপনা কমিটির সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা করা।
7. চাহিদাভিত্তিক সাব-ক্লাষ্টার প্রশিক্ষণের লিফলেট তৈরী,প্রশিক্ষকদের সরবরাহ ও প্রশিক্ষণ পর্যবেক্ষণ করা।
8. ইউআরসিতে অনুষ্ঠিত বিভিন্ন বিষয়ের প্রশিক্ষণ শ্রেণীকক্ষে বাস্তবায়ন, পরিবীক্ষণ,এবং অনুস্মারক(Follow-up)/ সঞ্জীবনী প্রশিক্ষণের ব্যবস্থা করা ।
9. বিভিন্ন বিষয়ের উপর পাঠ সংশ্লিষ্ট উপকরণের চাহিদা শনাক্তকরণ, উপকরণ সংগ্রহ,তৈরী ,ব্যবহার ও সংরক্ষণের উপর কর্মশালা / প্রশিক্ষণের ব্যবস্থা করা।
10. উপজেলা পর্যায়ের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ও অন্যান্য তথ্য(অনলাইনসহ) সংবলিত ডাটাবেজ তৈরী ও সংরক্ষণ করা।
11. বিদ্যালয় ব্যবস্থাপনায় ও শ্রেণী ব্যবস্থাপনায় শিক্ষকযোগ্যতার প্রয়োগ নিশ্চিতকরণে সহায়তা করা।
12. Action Research/Longitudinal Study সম্পন্ন করা।
13. ইউআরসিতে ব্যবহৃত বিভিন্ন প্রশিক্ষণ সামগ্রী ও বিষয়ভিত্তিক পাঠ সংশ্লিষ্ট শিক্ষা উপকরণের উপর শিক্ষাবর্ষের শুরুতে(জানুয়ারী) প্রদর্শনীর আয়োজন করা।